ছেলে বেলা
- মোঃ নাজমুল হাসান ২৮-০৪-২০২৪

ছেলে বেলার নিত্য খেলা
হারিয়েছি সেই কবে
বন্ধু সবে খেলার সাথী
সেভাবেই কি আর রবে?

অতীত হওয়া দিনগুলি আজ
বড্ড মনে পড়ে,
খুঁজবো কোথা স্মৃতির পাতা
একলা কাহার তরে।

আজকে বুঝি শূন্যে খুঁজি
প্রকৃতির খেলাঘর
যান্ত্রিক্তায় মনের ব্যথায়
দিনগুলি আজ পর

এখন যারা কাজের মাঝে
ব্যস্ত সারাদিন
ছেলেবেলায় তারাই ছিল
চনমনে সীমাহীন

আজকে যাদের ছেলেবেলা
পায়'না সময় আর
দিন চলে যায় প্রযুক্তি মাঝে
যান্ত্রিক ভালবাসার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।